আমতলীর ভিবিন্ন বাজার নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েকগুন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:২০ পিএম, ২০ মার্চ ২০২০

ছবিঃ সংগ্রহীতএম এ সাইদ খোকন, আমতলী প্রতিনিধি:
বরগুনার আমতলীতে করোনাভাইরাসকে পুঁজি করে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম কয়েক গুন বাড়িয়ে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। বাজারে চাল, ডাল, ডিম, পেঁয়াজের পর্যাপ্ত মজুত থাকা সত্বেও কতিপয় অসাধু ব্যবসায়ী চরাদামে বিক্রি করছে নিত্যপণ্য। এতে বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষ। পরিস্থিতি মোকাবেলায় শহরের নতুন বাজার, বাধঘাট , পুরাতন বাজারসহ উপজেলার বিভিন্ন বাজার গত ৩ দিনের ব্যবধানে প্রকার ভেদে বিভিন্ন প্রজাতির চালে মনপ্রতি ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে।

এছাড়া পিয়াজ, রসুন, আদা, আলু, ডিমসহ অন্যান্য কিছু ভোগ্যপন্য ৩ দিনের ব্যবধানে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

ব্যবসায়িরা জানান, করোনার কারনে বাজারে ভোগ্যপন্যের সংকট দেখা দিতে পারে এমন আশংকায় বাজারগুলিতে ক্রেতারা হুমরি খেয়ে পরছে। এ সুযোগ নিচ্ছে দোকানীরা। ক্রেতাদের এ বেহাল অবস্থার সুযোগ নিচ্ছে পাইকারি বিক্রেতারা। তারাও দাম বাড়িয়ে দিয়েছে। অথচ বাজারে নিত্যপণ্যের কোন সংকট নেই। অসাধু পাইকারি ব্যবসায়ীরা নিজেরা লাভবান হওয়ার জন্য কৃত্তিম সংকট তৈরি করছে। খুচরা বিক্রেতারা জানান, বাজারে পণ্যের চাহিদা বেশি, তাই দাম বেশি। পণ্যের চাহিদা কমলে, দাম কমবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হচ্ছে। কোথাও মূল্য বৃদ্ধির খবর পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)