ফোন করলেই প্রয়োজনীয় ওষুধ ও খাবার নিয়ে বাড়িতে যাবে পাথরঘাটা পুলিশ

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ৭ এপ্রিল ২০২০

ফোন করলেই প্রয়োজনীয় ওষুধ ও খাবার নিয়ে বাড়িতে যাবে পাথরঘাটা পুলিশ
ফোন করলেই খাবার নিয়ে বাড়িতে যাবে পাথরঘাটা থানা পুলিশ। তবুও হোম কোয়ারেন্টাইন মেনে চলুন বললেন পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন।

করোনা প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে করনীয় বিষয় পাথরঘাটা নিউজের একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন পাথরঘাটা থানা পুলিশের প্রতিটি পুলিশ সদস্য নিরলসভাবে রাত্রি দিন কাজ করে যাচ্ছে মানুষের কল্যাণে। বিভিন্ন হাটবাজারের লোকজনকে বুঝিয়ে তারা ঘরমুখী করতে অনুরোধ করছে। এরপরেও মানুষ প্রয়োজন ছাড়াই ঘরের বাইরে বের হচ্ছে।

ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন পাথরঘাটা নিউজকে আরো জানান, আমরা আপনাদের মাধ্যমে পাথরঘাটা উপজেলা বাসীদের জানাতে চাই যেখানে আছেন সবাই ঘরে অবস্থান করুন।

তিনি বলেন, কোন পরিবার যদি ঘরে অবস্থান করে খাবার সংকটের কারণে আমাদের ফোন করে তাহলে আমরাই তার বাড়িতে খাবার পৌঁছে দিবো।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)