মক্কা-মদিনায় পবিত্র রমজানের প্রথম জুমআ আজ

আকন মোঃ বসির
আকন মোঃ বসির, প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৪ এপ্রিল ২০২০

মক্কা-মদিনা
বৈশ্বিক মহামারি করোনার কারণে সব মসজিদে নামাজ স্থগিত থাকলেও ছোট পরিসরে মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে নামাজ চালু রয়েছে। পাঞ্জেগানা, জুমআ ও তারাবিহ নামাজের জন্য স্বল্প সময় শর্তসাপেক্ষে এ ব্যবস্থা গ্রহণ করেছে হারামাইন কর্তৃপক্ষ। এবারের রমজানের প্রথম জুমআ আজ।

জুমআর দিন প্রথম রমজান পালন করছে সৌদি আরব। প্রথম রমজানে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে খুতবা ও নামাজ পড়াবেন যথাক্রমে-

কাবা শরিফের প্রবীণ ইমাম শায়খ ড. সাউদ বিন ইবরাহিম বিন মুহাম্মাদ শুরাইম - মদিনার প্রসিদ্ধ শায়খ ড. সালাহ বুদাইর।

পবিত্র নগরী মক্কা মুকাররমার কাবা শরিফ ও মদিনা মুনাওয়ারার মসজিদে নববিতে ১৫ মিনিটের মধ্যে খুতবা ও জুমআ আদায়ের ব্যাপারে সরকারি নির্দেশনা জারি রয়েছে। এ দুই পবিত্র মসজিদের জামাআতে স্থানীয়দের অংশগ্রহণেও রয়েছে নিষেধাজ্ঞা।

এ ছাড়াও ২৪ এপ্রিল (শুক্রবার) থেকে ২ মে (শনিবার) পর্যন্ত রমজানের প্রথম সপ্তাহে মদিনার মসজিদে নববিতে যারা নামাজের ইমামতি করবেন তারা হলেন-

ফজর : শায়খ ড. আব্দুল বারি আওয়াদ বিন আলি আল-থুবাইতি।
জোহর : শায়খ ড. সালাহ বুদাইর।
আসর : শায়খ ড. আহমাদ ইবনে তালিব ইবনে হামেদ।
মাগরিব : শায়খ ড. আহমদ বিন আলি হুজাইফি।
ইশা : শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বুয়াইজান।

রহমতের বার্তাবাহী মাস রমজান। রমজান মাসজুড়ে মক্কা-মদিনায় ইফতারের জমায়েত ও ইতেকাফ না হলেও সংক্ষিপ্তাকারে চলছে তারাবিহ। আল্লাহ তাআলা রমজানের রহমতে চলমান পরিস্থিতিে থেকে পুরো বিশ্বকে মুক্তি দিন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)