তালতলীতে মাদক সেবনের দায়ে যুবককে তিন মাসের কারাদন্ড

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ৪ মে ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজআমতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে মাদকদ্রব্য সেবনের দায়ে উপজেলার মালিপাড়া এলাকার সোহরাফ হোসেনের পুত্র তানভীর (১৮) নামে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জানাগেছে, গতকাল রবিবার (৩ মে) রাত ১০ টার দিকে উপজেলা সদরের বাঁধঘাট এলাকা থেকে তানভীরকে দুই গ্রাম গাজাসহ মাদকসেবন অবস্থায় তাকে পুলিশ আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন ভ্রাম্যমাণ আদালতে ওই যুবক তার দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া মুঠোফোনে বলে সোমবার সাজাপ্রাপ্ত আসামিকে তালতলী থানার মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)