রাজাপুরে করেনা উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ৯ মে ২০২০

ছবিঃ ইন্টারনেট থেকে নেয়াকরোনা উপসর্গ নিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার চড়খালি তাঁরাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস চন্দ্র হালদারের (৫০) মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ৮টায় গুরুতর অবস্থায় গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়।

তিনি শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে বলে পরিবার জানিয়েছেন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় ওই শিক্ষকের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল জানান, শিক্ষক হরিদাস চন্দ্র হালদার কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও জ্বরে ভূগছিলেন। তাকে স্বজনরা ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন। কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার সকালে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি এর আগে দুইবার স্ট্রোক করেছিলেন বলে পরিবার জানিয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)