আমতলীতে আগুনে ব্যবসাপ্রতিষ্ঠান পুরে ছাই

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:২২ পিএম, ১২ মে ২০২০

ছবিঃ সংগ্রহীতআমতলী প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলায় অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

সোমবার দিবাগত রাতে হলদিয়া ইউনিয়নের দফাদার ব্রিজ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার দফাদার ব্রিজ বাজারের চা বিক্রেতা মনিরুল ইসলামের দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত। পরে পার্শ্ববর্তী নজরুল ইসলাম খানের দোকান ঘরটি অর্ধেক পুড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থাণীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, মনিরের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত।

চা বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, আমার দোকান ঘরে থাকা সৌর বিদুৎতের ব্যাটারি অথবা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে দোকানঘরে আগুন লেগে মালামালসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় দের লাখ টাকার ক্ষতি হয়েছে।

অপর দোকানদার নজরুল ইসলাম জানান, আগুনে আমার মুদি দোকান ঘরের অর্ধেক পুড়ে গেছে। এতে আমার কিছু মালামালের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এক লাখ টাকা।

আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. খলিলুর রহমান বলেন, রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মনিরের চায়ের দোকানে থাকা সৌর বিদুৎতের ব্যাটারি অথবা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুনের সূত্রপাত।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)