পাথরঘাটায় মোটরসাইকেল ছিনিয়ে নিতে বাধা, মাদরাসা ছাত্রকে কুপিয়ে জখম

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২২ মে ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজ
বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়েনর বড় টেংরা গ্রামে মো. হাসান (১৭) নামে এক মাদরাসা ছাত্রকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে স্থানীয় কয়েকজন যুবক। বর্তমানে ওই মাদরাসা ছাত্র বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২১ মে) সন্ধা ৭ টার দিকে উপজেলার সদর পাথরঘাটা
ইউনিয়নের হাজিরখাল এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতরতর আহত হাসান একই এলাকার আবু ছালেহের ছেলে নিজলাঠিমারা দাখিল মাদরাসায় অস্টম শ্রেনিতে পড়ে।

স্থানীয় প্রতখদর্শী কাওসার মিয়া জানান, হাসান ভাড়ায় মোটসাইকেল চালাচ্ছিল
এমন সময় স্থানীয় শাহ আলম সরদারের ছেলে রেজাউল তার সহযোগি হাচান ও অলি
হাসানের কাছ থেকে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার চেস্টা করে, এসময় হাসান
মোটরসাইকেল নিতে বাধা দেয়ায় চাপাতি দিয়ে কুপিয় বাম পায়ে রগ কেটে ফেলে।
তাৎখনিক পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসক গুরুতর
দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করে।

এ বিষয় ঘাতক রেজাউলসহ তার সহযোগিরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)