চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইফতার ও ঈদ উপহার পেলো ১৫’শ‌ মুসল্লী

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৬ পিএম, ২২ মে ২০২০

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইফতার ও ঈদ উপহার পেলো ১৫শ‌ মুসল্লী
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের আওতাধীন ৩০০ টি মসজিদের প্রায় ১১০০ খতিব ,ইমাম ও মুয়াজ্জিনবৃন্দের জন্য আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার ও ৫ শতাধিক রোজাদারের মধ্যে ইফতারের প্যাকেট বিতরণ করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক বিপিএম, পিপিএম (বার)।

বর্তমানে বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালে খতিব, ইমাম ও মুয়াজ্জিনবৃন্দের পাশে দাঁড়িয়েছে উত্তর বিভাগ, সিএমপি। সকলের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেয়ার এ আয়োজনে সামাজিক দূরুত্ব বজায় রেখে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া উক্ত বিভাগের পক্ষ থেকে প্রতিদিন প্রায় ৫০০ জন রোজাদারের মধ্যে প্যাকেট ইফতার বিতরণ করা হয়।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক জানান, আমরা প্রমান করতে চাই, বাংলাদেশ পুলিশ জনগণের পুলিশ। বাংলাদেশ পুলিশ জনগণের সাথে সব সময় থাকতে চায় বলেও জানান তিনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)