পাথরঘাটায় ভ্রাম্যমান আদালতের জড়িমানা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৩ মে ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজঅমল তালুকদারঃ
বরগুনার পাথরঘাটার বিপনীবিতানে মেয়াদোত্তীর্ন সেমাই ও বিউটি পার্লার খোলা রাখার দায়ে আজ শনিবার দুপুর পৌনে ১ টায় ভ্রাম্যমান আদালত জড়িমানা আদায় করে।

মেয়াদোত্তীর্ন সেমাই রাখার দায়ে পূর্ব বাজারের মো.সাগর মিয়াকে ১ হজার টাকা এবং তার মেয়াদোত্তীর্ন সেমাইয়ের সরবরাহকারি রিফাত ষ্টোরকে ১ হাজার টাকা জড়িমানা করা হয়। একই সময় খায়রুল ষ্টোরে মেয়াদোত্তীর্ন সেমাই রাখার দায়ে ২ হাজার টাকা জড়িমানা করা হয় এবং ওই সেমাই গুলো কেরোসীন দিয়ে আগুনে পুড়িয়ে দেয়া হয়।

এর আগে কেজি স্কুল রোডের সাজঘর বিউটি পার্লার খুলে কাজ করার দায়ে ওই পার্রালকে ১ হাজার টাকা জড়িমানা করা হয় এবং দুই কাষ্টমারকে ৪ শ টাকা জড়িমানা করা হয়। একই সময় এফজি বিউটি পার্লারকেও ১ হাজার টাকা জড়িমানা করা হয়।

এছাড়াও কসমেটিকস্,মোদি-মনোহরী, গার্মেন্টস, জুতা, টেইলার সহ নানা বিপনী বিতানেও অভিযান চালানে হয়।

এদিকে বেলা ১২টার দিকে লকডাউন ঘোষিত জুতাপট্টি করোনা এলাকার আরও একটি দোকান বন্ধ করে দেয়া হয়।

ভোক্তা অধিকার -৯,এর ২০৫১ ধারায় খাদ্যদ্রব্যের ওই বিপনী বিতানগুলোতে জড়িমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পাথরঘাটা উপজেলা নির্বহী অফিসার মো.হুমায়ুন কবির। এসময় কোবিট১৯ করোনা কালিন দ্বায়িত্বপ্রাপ্ত নৌবাহীনির অফিসার, থানা পুলিশ,সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.হুমায়ুন কবির বলেন,খাদ্যদ্রব্যে ভ্যাজাল কিংবা মেয়াদোত্তীর্ন কোনো পন্য পাওয়া গেলে কোনো ছাড় নেই।

উল্লেখ্য, মো.হুমায়ুন কবির করোনাকালে পাথরঘাটার সর্বস্তরের মানুষের সেফটির জন্য মাঠ পর্যায়ে অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)