বরগুনায় আবারো স্কুলছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২৬ মে ২০২০ | আপডেট: ০৬:২৭ পিএম, ২৬ মে ২০২০

ছবিঃ সংগ্রহীতবরগুনা সদর উপজেলায় পায়রা নদীর তীর গোলবুনিয়ার চড়ে ঈদের দিন বেড়াতে গিয়ে কিশোরদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার গোলবুনিয়া পর্যটন এলাকায় পায়রা নদীর তীর গোলবুনিয়ার চরে তার উপর হামলা করা হয়।

গুরুতর আহত হৃদয় (১৫) স্থানীয়রা তারে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ মে) সকাল ১০ টার দিকে মারা যায়।

হৃদয় বরগুনা পৌর শহরের চরকলোনী চাঁদশী সড়কের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। সে বরগুনা টেক্সটাইল ও ভোকেশনালে ইনস্টিটিউটে ১০ম শ্রেণিতে পড়তো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন বিকেল ৫টার দিকে নদীর তীরে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় নয়নের গ্রুপের ১০/১২ জন হৃদয়ের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হৃদয়ের মা ফিরোজা বেগমের মোবাইলফোনে কথা বললে জানান, হৃদয় তাদের একমাত্র ছেলে। একমাত্র ছেলেকে হারিয়ে এখন তারা কী নিয়ে বাঁচবেন বলে আহাজারি করছিলেন তিনি।

বরগুনা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন জানান, অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)