বেতাগীতে কচুরিপানা থেকে ডিম বিক্রেতার মৃতদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ৩০ মে ২০২০

ছবিঃ সংগ্রহীতবরগুনার বেতাগী সড়কে সোনারবাংলা নামক স্থানে রাস্তার পাশে কালভার্টের কচুরিপানার স্তুপ থেকে সোহরাব হোসেন (৫৫) নামের একজন ডিম বিক্রেতার মৃতদেহ শুক্ররবার রাতে উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, সোহরাব গ্রামে ঘুরে ঘুরে ডিম কিনে বিক্রি করে আসছিলেন। মোকামিয়া এলাকায় বাড়ি করে একাকী বসবাস করতেন তিনি। স্ত্রী প্রায় ১২ বছর তাকে ছেড়ে বাবার বাড়ী চলে গেছে। ২ মেয়ে শ্বশুর বাড়ি এবং একমাত্র ছেলে ঢাকায় বসবাস করছে। বৃহস্পতিবার রাতে ঘরে না পেয়ে প্রতিবেশীরা ধারণা করেন ডিম বিক্রি করে বাড়ী ফেরেননি। শুক্রবার রাত ৮টার কয়েকজন দেখতে পায় রাস্তার পাশে কালভার্টে কচুরিপানায় কি যেন ভাসছে। এলাকাবাসী জড়ো হয়ে চিনতে পারে ডিম বিক্রেতা সোহরাবের মৃতদেহ। পুলিশে খবর দেয়ার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সোহরাবের সাথে কারো বিরোধ ছিল না। একাই ঘরে থাকতো। তার মৃত্যুকে রহস্যজনক মনে করছেন গ্রামবাসী।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ উদ্বার করে আজ শনিবার বরগুনা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। হত্যা রহস্যতদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)