বামনায় যুবককে পিটিয়ে হত্যা, পাথরঘাটা থেকে ৩ আসামী আটক

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:১৯ পিএম, ১ জুন ২০২০

এই ছবিটি প্রতিকীবরগুনার বামনা উপজেলায় আখের চারা রোপনকে কেন্দ্র করে মো. মোকছেদ (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পাথরঘাটা থেকে ৩ আসামীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যূ হয়।

এর আগে রোববার (৩১মে) বিকেল সাড়ে ৩টার দিকে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ গুদিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সুমন হাওলাদার (২৪) ও মেয়ে রনি বেগম (১৯), মা লাইলী বেগমকে (৪৫) আটক করেছে বামনা থানা পুলিশ।

বামনা থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মো. কামাল হোসেন বলেন, রোববার (৩১মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ গুদিঘাটা এলাকায় বেড়িবাঁধের জমিতে আখের চারা রোপন করেন মৃত আমজেদ হাওলাদারের ছেলে মোকছেদ (৪০)। এ সময় প্রতিবেশি  শাহিন হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৪) ও মেয়ে রনি বেগম (১৯), স্ত্রী  লাইলী বেগমের (৪৫) সাথে কথা কাটাকটি হয়। এক পর্যায় সুমন মোকছেদের মাথায় গাবের লাঠির আঘাতে করে।

তাৎক্ষনিক মোকছেদ মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা বামনা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে আজ সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের গুদিঘাটা গ্রামের আত্মীয় বাড়ি থেকে সুমন হাওলাদার (২৪) ও মেয়ে
রনি বেগম (১৯), মা লাইলী বেগমকে (৪৫) আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)