লঞ্চের ধাক্কায় খেয়াডুবিতে ১ জনের মৃত্যু, দম্পত্তি নিখোঁজ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:১৫ পিএম, ১৮ জুন ২০২০

ছবিঃ ইন্টারনেট থেকে নেয়াপটুয়াখালীর বাউফলে লঞ্চের থাক্কায় খেয়াডুবিতে আনোয়ার হোসেন (৩২) নামে এক যুবক মারা গেছেন। নিখোঁজ রয়েছে এক দম্পত্তি। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নুরাইনপুর বন্দরের লঞ্চঘাটের অদূরে খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আনোয়ার হোসেন কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের হাফেজ খানের ছেলে। খেয়াঘাট এলাকায় তার চায়ের দোকান ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কয়েকজন জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল-৪ নামে ঢাকা-কালাইয়াগামী একটি ডাবল ডেকার লঞ্চের থাক্কায় নুরাইনপুর লঞ্চঘাটের অদূরের খেয়াঘাট এলাকায় ১০ থেকে ১২ জন লোক নিয়ে উল্টে যায় খেয়ার নৌকা। পানি থেকে উদ্ধারের কিছু সময় পরেই মারা যান আনোয়ার।

নিখোঁজ রয়েছেন একই এলাকার আসলাম ও তার স্ত্রী জান্নাত। কাপড়-চোপড় ভর্তি একটি ব্যাগ পাওয়া গেলেও এখন পর্যন্ত (সকাল সোয়া ৯টা) কোনো সন্ধান মেলেনি তাদের। নিখোঁজ কিংবা ঘটনায় আরো হতাহত আছে কী না, উদ্ধারসহ নানাভাবে খোঁজ নেয়ার চেষ্টা অব্যহত রেখেছেন স্থানীয় লোকজন।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, একজন নিহতের খবর পাওয়া গেছে। তবে ওই ঘটনায় আহত কিংবা নিখোঁজের সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)