ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠন কর্তৃক স্কুল ব্যাগ বিতরনের জন্য অস্থায়ী ফান্ডে ৭১,৪০০ টাকা জমা

নোমান আল সাকিব
নোমান আল সাকিব, ফিচার লেখক
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২০ মার্চ ২০১৮

---
নোমান আল সাকিব: পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় প্রবাসী ও স্থানীয় তরুন যুবকদের স্বমন্বয়ে গড়ে ওঠা অনলাইন ভিত্তিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন “ছোট্ট মনুদের জন্য ভালবাসা” (Love For Children) কর্তৃক স্কুল ব্যাগ বিতরন কর্মসূচীর জন্য ঘোষিত ৩১ দিনের অস্থায়ী ফান্ডে ৭১,৪০০/- টাকা জমা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায় যে, গরীব মেধাবী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়া লেখার দিকে আরো মনোযোগী করার লক্ষ্যে শিক্ষা সহায়ক এই সামগ্রী বিতরনের সিদ্ধান্ত নেয়া হয়। তারই ধারাবাহিকতায় অনলাইন ভিত্তিক উন্মুক্ত ফান্ড ঘোষনা করা হয়। যেখানে সংগঠনের নির্ধারিত সদস্য ছাড়াও সামাজিক কার্যক্রমে এগিয়ে আসা অনেক শুভাকাঙ্ক্ষীরাও সহায়তা প্রদান করে থাকেন।

এখন পর্যন্ত যাহারা অত্র ফান্ডে অনুদান প্রদান করেছেন তারা হলেন- সংগঠনের কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক রিফাইতুল ইসলাম রাজু ৫০০০/- শুভাকাঙ্ক্ষী (দুবাই থেকে) ১০০০০/- শুভাকাঙ্ক্ষী তাইজুল ইসলাম ৫০০০/- সংগঠনের (কানিস) সদস্য জনাব নাসির উদ্দিন ৫০০০/- সাংগঠনিক সম্পাদক (কানিস) হাফিজুর রহমান সোহাগ ৫০০০/- সাংগঠনিক সম্পাদক (কানিস) জিহাদুল ইসলাম ৫০০০/- সাংগঠনিক সম্পাদক (ঢামশ) রাফি ইসলাম ৪০০/- যুগ্ম সম্পাদক (মউশ) মেঘলা জাহান ১০০০/- শুভাকাঙ্ক্ষী রুমানা রুমি ১০০০/- আইন বিষয়ক সম্পাদক (কানিস) রুম্মান হাওলাদার ১০০০/- সংগঠনের দাতা সদস্য রাবেয়া আক্তার মনি ১০০০/- সহ- সভাপতি (কানিস) মোঃ শফিক খান ৫৩৯০/- সাংগঠনিক সম্পাদক (ঢামশ) আরাফাত জমাদ্দার ৫০০/- সহ-সভাপতি (কানিস) মোঃ আউয়াল জমাদ্দার ৫০০০/- যুগ্ম সম্পাদক (কানিস) মোঃ নাসির হাওলাদার ৩০০০/- দপ্তর সম্পাদক (মউশ) সিফাত সিপন ৫০০/- সংগঠনের উপদেষ্টা সদস্য এইচ এ শাহানাজ পারভীন ১০০০/- সাংস্কৃতিক সম্পাদক (কানিস) মোঃ আল- আমিন ৫০০০/- সাংগঠনিক সম্পাদক (কানিস) মোঃ মোস্তফা সিকদার ৫০০০/- প্রচার সম্পাদক (কানিস) মোঃ জলিল মিয়া ১০০০/- উপদেষ্টা সদস্য আঞ্জুমান আরা ৫০০/- সভাপতি (কানিস) অলিউল্লাহ হাওলার ৫০০০/- টাকা প্রদান করেন।

এ বিষয়ে সংগঠনের চেয়ারম্যান (অস্থায়ী) ও উপদেষ্টা পরিষদ সদস্য জনাব অাবু জাফর শেখ মুঠোফোনে জানান, আগামী ৩১/০৩/২০১৮ ইং তারিখ পর্যন্ত অত্র ফান্ড বহাল থাকবে। তবে প্রয়োজনের ক্ষেত্রে সকলের আলোচনা অনুযায়ী ফান্ডের সময় সীমা বৃদ্ধি করা যেতে পারে বলে জানান তিনি।

সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব মনির হোসেন জানান, সকলের সম্পৃক্ততায় এ সংগঠনটি মঠবাড়িয়া উপজেলার অসহায় শিশুদের কল্যানার্থে তাদের কার্যক্রম বজায় রেখে চলছে এবং আমরা আশাবাদী এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।

এন এ এস/পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আরও পড়ুন