পাথরঘাটায় খেলার মাঠে পরে গিয়ে আহত মাহবুবকে বরিশালে প্রেরন

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২ আগস্ট ২০২০ | আপডেট: ০৮:৪২ পিএম, ২ আগস্ট ২০২০

মাহবুবকে বরিশালে প্রেরন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পাথরঘাটা ফ্রেন্ড সার্কেল প্রীতি ফুটবল ম্যাচে খেলার সময় আঘাত পেয়ে আহত মাহবুবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত মাহবুবুর রহমান উপজেলার নিজলাঠিমারা গ্রামের কুদ্দুস সিকদারের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক মেহেদী শিকদার জানান, প্রতি বছর ঈদে এবং কোরবানিতে পাথরঘাটাস্থ যারা দেশের বিভিন্ন স্থানেকর্মস্থলে থাকা পাথরঘাটার বন্ধুরা ঈদের ছুটিতে বাড়িতে আসলে ঈদের পরের দিন আমরা একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করি। আজকের ও তেমনি একটি আয়োজন ছিল। সেখানে মাহবুবুর রহমান অংশগ্রহণ করেন। তিনি বল নিয়ে গোলপোস্টের দিকে দৌড়ে যাওয়ার পথে পিছলে গিয়ে পড়ে গিয়ে হাতে আঘাত পায়। সঙ্গে সঙ্গে আমরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার আয়েশা সিদ্দিকা জানান, হাতের কনুই ভেঙে যাওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন। সেজন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)