বামনায় বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকলীগ নেতার মৃত্যু

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ৩০ আগস্ট ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার বামনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক লীগ নেতা মো. রাজু জমাদ্দার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৩০ আগস্ট) সকাল ৮টায় ইলেক্ট্রিক পাম্পে সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎষ্পৃষ্ট হন।

সে দক্ষিণ রামনা গ্রামের মো. জলিল জমাদ্দারের বড় ছেলে ও উপজেলার রামনা ইউনিয়ন আওয়ামী শ্রমিক লীগের আহ্বায়ক এবং গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টার দিকে পানের বরজে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য পিতা জলিল জমাদ্দারকে নিয়ে সেখান যায়। পানি সেচের ইলেক্ট্রিক পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় রাজু বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলে থাকা বাবার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে রাজুকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বামনা থানার ওসি সঞ্জয় কুমার মজুমদার জানান, নিহতের পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।  

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)