বরগুনাতে করোনায় মারা গেল ১৯ জন, দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমণ বৃদ্ধি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ০৩:৩১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০

করোনা সংক্রমণ বৃদ্ধি

দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা আগের দিনের ১৬ থেকে বুধবারে ২১ জনে উন্নীত হবার সাথে বরগুনাতে আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় সরকারী হিসেবে ৭ হাজার ৮৯৭ জন আক্রান্তের মধ্যে ১৬৬ জনের মৃত্যু হল। এখনো দক্ষিণাঞ্চলে মৃত্যু হার ২.১০%। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবনুযায়ী বুধবার ৯৭ জন সহ সর্বমোট ৬ হাজার ৪২৫ জন সুস্থ হয়ে উঠেছেন। তবে চলতি মাসের প্রথম ১০ দিনে দক্ষিণাঞ্চলে মোট ৩২৬ জন আক্রান্ত ও দশজনের মৃত্যু হয়েছে। গত মাসের একই সময়ে আক্রান্তের সংখ্যা চলতি মাসের চেয়ে বেশী, ৪৪৪ হলেও মৃত্যু হয়েছিল ৮ জনের।

বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরিক্ষায় ২১ জনের দেহে করেনা পজিটিভ সনাক্ত হয়েছে। আগের দিন সমসংখ্যক নমুনা পরিক্ষায় পজিটিভ ছিল ২৩ জনের। এসময়ে ভোলা জেলা হাসপাতালে আরো ৭৩ জনের নমুনা পরিক্ষায় ৫ জনের পজিটিভ সনাক্ত হয়েছে বলে জানা গেছে। বুধবার পর্যন্ত দক্ষিণাঞ্চলে পরিক্ষার তুলনায় সনাক্তের গড়হার ১৮.৫০%। গত ২৪ ঘন্টায় বরিশাল, পটুয়াখালী ও ভোলাতে আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এসময়ে বরগুনাতে নতুন কোন আক্রান্তের খবর না থাকলেও করোনা সংক্রমনে জেলা সদর হাসপাতালে ৭০ বছর বয়স্ক একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলাটিতে সরকারী হিসেবে ৮৭৮ জন আক্রান্তের মধ্যে ১৯ জনের মৃত্যু হল।

এদিকে করেনার হটস্পট বরিশালে বুধবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা আগের দিনের ৯ থেকে ১২ জনে বৃদ্ধি পেয়েছে। জেলাটিতে এ পর্যন্ত সরকারী হিসেবে ৩,২৯৩ জন আক্রান্তের মধ্যে ৬৬ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশী বলে মনে করছেন ওয়াকিবাহল মহল। বরিশাল জেলার মধ্যে মহানগরীর অবস্থা সবচেয়ে নাজুক। এ মহানগরীতে করেনা প্রতিরোধে নুন্যতম কোন স্বাস্থ্যবিধি এখন বেশীরভাগ মানুষই অনুসরন করছেনা। বিষয়টি নিয়ে তেমন কোন প্রশাসনিক পদক্ষেপও অনুপস্থিত।

পটুয়াখালীতে আগের দিন আক্রান্তের কোন খবর না থাকলেও বুধবারে নতুন একজন রোগী সনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলাটিতে করোনা সংক্রমণে এপর্যন্ত ১,৩৪৮ জন আক্রান্তের মধ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে। ভোলাতেও আগের দিন করোনা সংক্রমনের খবর না থাকলেও বুধবারে নতুন ৬ জনের করোনা সংক্রমনের খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলাটিতে এপর্যন্ত ৬৯০ জন আক্রান্তের মধ্যে ৬ জনের মৃত্যু ঘটেছে।

তবে পিরোজপুরে আগের দিন ৪ জন আক্রান্তের কথা বলা হলেও বুধবারে তা ছিল শূণ্যের কোঠায়। জেলাটিতে এ পর্যন্ত ১,০১৯ জন আক্রান্তের মধ্যে ২২ জনের মৃত্যু ঘটেছে। ঝালকাঠীতে বুধবারেও করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের সম সংখ্যক দুজনই রয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ৬৬৯ জন আক্রান্তের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।
আর বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বুধবার সকালে আগের দিনের ৩১-এর স্থলে ৩২ জন চিকিৎসাধীন ছিল। এসময়ে আইসোলেশনে ছিলেন ৪০ জন। যা আাগের দিন একই সময়ে ছিল ৩২। হাসপাতালটির আইসিইউ’তে বুধবার সকালে আরো ৯ জন চিকিৎসাধীন ছিলেন। আগের দিন সংখ্যাটা ছিল ৮।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)