পাথরঘাটায় ঠাকুরঘরের পর এবার জায়নামাজের নিচ থেকে টাকা লুট করলো ডাকাত দল

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০

জায়নামাজের নিচ থেকে টাকা লুট করলো ডাকাত দল
পাথরঘাটায় ঠাকুরঘরের পর এবার জায়নামাজের নিচ থেকে টাকা লুট করলো ডাকাত দল

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের দক্ষিণ কাকচিড়া গ্রামের বাদল মোক্তার বাড়ির নামাজের খাটের নিচ থেকে টাকা লুট করলো সংঘবদ্ধ ডাকাত দল। এর আগে উপজেলার সদর ইউনিয়নের হোগলাপাশা গ্রামের উত্তম মজুমদারের বাড়ির ঠাকুর ঘরের সিন্দুক ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ডাকাতরা।

কাকচিড়া গ্রামের বাদল মোক্তারের বাড়িতে হাত-পা দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোহাম্মদ সাঈদ আহমেদ।

তিনি জানান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডাকাতির ঘটনার তদন্ত চলছে আমরা আশা করি স্বল্প সময়ের মধ্যেই ঘটনার রহস্য উম্মোচন হবে।

গতরাতে উপজেলার কাকচিড়া ইউনিয়নে দক্ষিণ কাকচিড়া গ্রামের বাদল মোক্তারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দুটি অস্ত্রসহ নগদ দশ লক্ষ টাকা ও পনের ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাত দল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)