মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে রেড ক্রিসেন্টের অর্থ ও বীজ বিতরণ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ৭ অক্টোবর ২০২০ | আপডেট: ০৭:০৬ পিএম, ৭ অক্টোবর ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের উদ্যোগে নগদ অর্থ ও সবজী বিজ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার বড়মাছুয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বড়মাছুয়া ও সাপলেজা ইউনিয়নের দুইশত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সাড়ে ৪ হাজার করে নগদ ৯ লাখ টাকা ও বীজ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর।

এসময় বড়মাছুয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের সদস্য সচিব এডভোকেট শাহ আলম, নির্বাহী সদস্য এমএ রাব্বানী ফিরোজ, এসআই জাহিদ, রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী সদস্য মশিউর রহমান শাহিন, সদস্য লিটন কুমার, ইউপি সদস্য কাউয়ূম হাওলাদার, ছাত্রলীগ নেতা নাজমুল আহসান, মো. আরিফ প্রমুখ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)