পাথরঘাটায় নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ চলছে

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১৮ অক্টোবর ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটা উপজেলার ৪১ নং দক্ষিন পূর্ব ঘুটাবাছা নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।

আজ রোববার (১৮ অক্টোবর) সকাল ৯ টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে যারা অংশ গ্রহণ করেছে তাদের মধ্যে পুরুষ, মো. মারুফ চৌধুরী (ফোরকান), মো. ইউনুস হাওলাদার, মো. নেছার উদ্দিন, মো. জসিম চৌকিদার, ফারুক হোসেন।

মহিলা প্রার্থীরা হলো. তামান্না, নুরজাহান ও মিতা দাস।

এখানে মোট ভোটার সংখ্যা ৩৫৯, এর মধ্যে পুরুষ ১৭৯ এবং মহিলা ১৮০ জন।

নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। দুপুর সাড়ে ১২ টার মধ্যে এক তৃতীয়াংশ ভোট গ্রহণ হয়ে গেছে, এর মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে তা না হলে বাকি ভোট দেয়া হয়ে যেত।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)