মঠবাড়িয়ায় ৩ ঘরে ডাকাতি

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:২০ পিএম, ৯ ডিসেম্বর ২০২০

এই ছবিটি প্রতিকীমঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোটহারজী গ্রামে সরকার বাড়ি অনিমেশ চন্দ্র সরকার, তপন সরকার ও স্বপন সরকারের ঘরে মঙ্গলবার রাতে ডাকাতি সংগঠিত হয়েছে।

ডাকাতরা ৩ ঘর থেকে ১ টি পিতলের প্রতিমা, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, স্বার্ণালংকার, কাপড়-চোপড় ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

অনিশে চন্দ্র সরকার ওই গ্রামের যাদব চন্দ্র সরকারের ছেলে এবং তপন সরকার ও স্বপন সরকার একই গ্রামের মুকুন্দ চন্দ্র সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানাযায়, মঙ্গলবার গভীর রাতে দেশীয় আস্ত্রে সজ্জিত হয়ে ১৫/১৬ জনের ডাকাত দল অনিমেশ ও তপনের ঘরের দরজা ভেঙ্গে এবং স্বপন এর ঘরে সীঁদ কেটে প্রবেশ করে। এসময় ডাকাতরা অনিমেষ সরকারের ঘরে থাকা লজিং মাষ্টার নেয়ামতপুরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিপঙ্কর রায়কে পিটিয়ে আহত করে।

মঠবাড়িয়া থানার ওসি আ,জ,মো. মাসুদুজ্জামান জানান, ডাকাতির কোন তথ্য থানায় আসেনি। তবে গ্রামে চুরির ঘটনাকে ডাকাতি বলে থাকে। তবে এ বিষয় খোজ নেয়া হবে বলে তিনি জানান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)