জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের মানববন্ধন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২০

ছবিঃ পাথরঘাটা নিউজমঠবাড়িয়া প্রতিনিধি:
‘জাতির পিতার সম্মান-রাখবো মোরা অম্লান’ এ শ্লেগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বঙ্গ বন্ধুর ভাষ্কর্য ভাংঙ্গার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মানববন্ধন, র‌্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডুর নেতৃত্বে বের হওয়া র‌্যালীতে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী আংশ গ্রহনে করেন।

র‌্যালীটি পৌর শহরের গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, ওসি মাসুদুজ্জামান, ডাঃ মো. ফোরদৌস রহমান, প্রাণী সম্পাদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, সাংবাদিক মজিবর রহমান, কর্মচারীদের পক্ষে শাহ আযম প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ষড়যন্ত্রকারিদের কড়া হুশিযারি দিয়ে বলেন, কোন ষড়যন্ত্রকারি সফল হতে পারবে না। তিনি বঙ্গ বন্ধুর ভাস্কর্য সংরক্ষণ কমিটি গঠনের জন্য সরকারে কাছে দাবী জানান।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)