মঠবাড়িয়ার কে এম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকের দূর্ণীতির তদন্ত শুরু

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০

প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানমঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ার কেএম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আনীত দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও শিক্ষক-কর্মচারীদের স্কুল থেকে দেয়া ভাতা ১৯ মাস স্থগিত রাখাসহ নানা অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

শুক্রবার দিনভর পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন অভিযোগের তদন্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু।

উল্লেখ্য- প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও শিক্ষক-কর্মচারীদের স্কুল থেকে দেয়া ভাতা গত ১৯ মাস স্থগিত রাখাসহ ২২ টি অভিযোগ তুলে সাধারণ শিক্ষক-কর্মচারীরা সংবাদ সম্মেলন, মানববন্ধন ও লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু জানান, জেলা প্রশাসকের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন তদন্ত করছেন। জটিলতা নিরাসন কল্পে শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন জেলা প্রশাসক বরাবরে দাখিল করা হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)