পাথরঘাটায় গরু চুরির অভিযোগ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:২৩ পিএম, ৩ জানুয়ারী ২০২১ | আপডেট: ০১:২৯ পিএম, ৩ জানুয়ারী ২০২১

এই ছবিটি প্রতিকীবরগুনার পাথরঘাটায় গভীর রাতে ২টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দ্বিবাগত রাত ১২ টা থেকে রাই ৪টার মধ্যের কোন এক সময় উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের উত্তর গহরপুর একালার ইউনুস সিকদারের বাড়িতে এঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাথরঘাটা উপজেলার প্রায় প্রতি গ্রামেই সংঘবদ্ধ চোরের দল গরু চুরি করে থাকেন। এখন পর্যন্ত এই চোরের কোন ক্লু বের করতে পারেন নাই থানা পুলিশ। পাথরঘাটা থানায়ও একাধীক অভিযোগ থাকলেও তাদের মাধ্যমেও চুরি হওয়া গরু উদ্ধার করা সম্ভব হয়নি।

ইউনুস সিকদারের ছেলে মিজানুর রহমান সিকদার জানান, প্রতিদিনের মত সন্ধার সময় গরুর ঘরে গরুগুলো বেধে রেখে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে ভোর রাতে ঘুম থেকে উঠে গরুর ঘরে গিয়ে দেখেন দুটি গরুর একটিও নাই। পরে গ্রামের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে না পেয়ে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তিনি আরো জানান, তার যে দুটি ঘরু চুরি হয়ে তার একটি কাল ও অন্যটির রং সাদা, এর দাম প্রায় ৯০হাজার টাকা হবে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, এরকমের কোন ঘটনার খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)