মঠবাড়িয়ায় একটি পরিবারের চলাচলের পথ অবরুদ্ধ ॥ থানায় জিডি

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ৪ জানুয়ারী ২০২১

ছবিঃ পাথরঘাটা নিউজমঠবাড়িয়া প্রতিনিধিঃ
জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুর মঠবাড়িয়ায় বাড়ি থেকে বের হবার পথে গোয়াল ঘর ও খড়ের গাঁদা দিয়ে একটি পবিরারের চলাচলের পথ অবরুদ্ধ করেছে প্রতিপক্ষরা।

এ ঘটনায় উপজেলার মিরুখালী গ্রামের মৃত. সোবাহান হাওলাদারের ছেলে আবু হানিফ সোমবার সকালে মঠবাড়িয়া থানায় ৪ জনের বিরুদ্ধে জিডি করেছেন।

অভিযুক্তরা হলো- প্রতিবেশী মৃত. মন্নান হাওলাদারের দুই ছেলে মোস্তফা ও মামুন, স্ত্রী সেলিনা বেগম, এবং মোস্তফা হাওলাদারের স্ত্রী রুবি বেগম।

জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু হানিফ হাওলাদারের সাথে প্রতিবেশী মোস্তফা ও মামুন হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। রোববার দুপুরে আবু হানিফ হাওলাদারের বাড়ি থেকে বের হবার পথে গোয়াল ঘর ও খড়ের গাঁদা দিয়ে চলাচলের পথ অবরুদ্ধ করে রাখে। এসময় বাঁধা দিতে গেলে তাকে (আবু হানিফ) স্ব-পরিবারে খুন-জখম ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)