পাথরঘাটায় কলা বাগানে গরুর বাচ্ছা ঢোকায় মালিককে শাবল দিয়ে পিটিয়ে আহত!

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ৯ জানুয়ারী ২০২১

পাথরঘাটায় কলা বাগানে গরুর বাচ্ছা ঢোকায় মালিককে শাবল দিয়ে পিটিয়ে আহত

বরগুনার পাথরঘাটায় ৮ দিনের গরুর বাচ্ছা কলা বাগানের বেড়ার জালে পেচানোর অপরাধে বাচ্ছার মালিক কবির মুসুল্লিকে (৪০) শাবল দিয়ে পিটিয়ে গুরুতর আঘাত করার অভিযোগ পাওয়া গেছে একই এলাকার কেস্টা মিস্ত্রীর বিরুদ্ধে। শনিবার দুপুরে আহতকে বরিশাল শেবাচিমে চিকিৎসার নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধা ৭টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত কবির মুসুল্লী উপজেলার চরদুয়ানি গ্রামের আ.ছত্তার মুসুল্লীর ছেলে। ঘটনার পরই তাকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত কেস্টা মিস্ত্রীর সাথে একাধিকবার চেস্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

আহত কবির মুসুল্লী বলেন, প্রতিবেশি জগদীস মিস্ত্রীর ছেলে কেস্টা মিস্ত্রীর কলা বাগানের জালের বেড়ায় ৮ দিনের একটি বাছুর পেচিয়ে যায়। সাথে সাথে আমি ওই পেচানো জাল থেকে বাছুরটি ছাড়িয়ে আনতে গেলে কেস্টা মিস্ত্রী আমাকে শাবল দিয়ে এলোপাথারি পিটায়। এতে আমার মাথায় গুরুতর আঘাত পাই এবং ডান চোখের নিচের অংশ কেটে যায়। কয়েকটি সেলাই দেয়া হয়।

তিনি আরও বলেন, আমার মাথায় আঘাতের কারণে প্রচন্ড ব্যাথা হয়। অল্পের জন্য ডান চোখটি রক্ষা পায়।

পাথরঘাটা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খালিদ মাহমুদ আরিফ বলেন, ডান চোখের নিচে আঘাতের চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। দিলে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)