মঠবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন আহবায়ক ও ভাষা সৈনিক আবদুল মজিদ রাজা মিঞার ইন্তেকাল

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২১ জানুয়ারী ২০২১

ছবিঃ পাথরঘাটা নিউজমঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন আহবায়ক ও বেতমোর রাজপাড়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ভাষা আন্দোলনের কারাভোগকারী আবদুল মজিদ রাজা মিঞা (৯৩) আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পৌরশহরের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)।

মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার আছর নামাজ বাদ শহীদ মোস্তফা খেলার মাঠে প্রথম জানাযা ও শুক্রবার বেতমোর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২য় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

আবদুল মজিদ রাজা মিঞা’র মৃত্যুতে স্থানীয় সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজী, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)