পাথরঘাটায় গ্যাস বিস্ফোরণে‌ আহত দুই ফায়ার সার্ভিসের কর্মীকে বরিশালে প্রেরন, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৭ এএম, ২২ জানুয়ারী ২০২১

পাথরঘাটায় গ্যাস বিস্ফোরণে‌ আহত দুই ফায়ার সার্ভিসের কর্মীকে বরিশালে প্রেরন, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক

পাথরঘাটায় গ্যাস বিস্ফোরণে‌ আহত দুই ফায়ার সার্ভিসের কর্মী রেজাউল ও মারুফ হোসেনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়াও পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আবুল ফাতাহ।

বরফ মিলে সিলেন্ডার বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়েছে। এঘটনায় শতাধিক আহত হয়েছে। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশী।

আজ রাত পৌনে বারোটার দিকে পাথরঘাটা পৌরশহরের ৯ নং ওয়ার্ডের মোল্লা বরফ মিলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত ব্যাক্তি হচ্ছে পিরোজপুর জেলার পারেরহাট উপজেলার বাদুরা গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে শাহজাহান হোসেন সম্রাট (৫৫)।

এঘটনায় এক কিলোমিটার এলাকায় জুড়ে বিষাক্ত গ্যাস এমোনিয়া ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পরেছে। সার্ভিস স্টেশনের দুইজন গুরুতর অসুস্থ হয়েছেন। ঘটনার পরপরই বরগুনার-২ আসনের সাংসদ শওকত রহমান রিমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাহাবুদ্দিন হাসপাতালে উপস্থিতি হয় খোঁজখবর নিচ্ছেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাতাহ জানান আহতদের সর্বাত্মক চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকট দেখা দেয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা খলিলুর রহমান জানান, সংবাদ পেয়ে সাথে সাথে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের কাছে প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় গ্যাসের তীব্র বিষাক্ত গন্ধে কাছে ভিতরে পারিনি। এ সময় আমাদের দুজন ফায়ার কর্মী ও অসুস্থ হয়ে পড়ে তাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকের পরামর্শ বরিশাল পাঠানো হয়েছে।

তিনি আরো জানানএ ঘটনায় সহায়তা করতে ভান্ডারিয়া এবং বামনা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)