পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় গুরুতর চার বছরের শিশু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৩ জানুয়ারী ২০২১ | আপডেট: ০৬:১৭ পিএম, ২৩ জানুয়ারী ২০২১

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় গুরুতর চার বছরের শিশু

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট এলাকায় সড়ক দূর্ঘটনায় জামাল মোল্লা(০৪) নামের একটি শিশু গুরতর আহত হয়। স্থানীয় তাকে উদ্ধার করে কাকচিড়া কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করে।

শনিবার ২৩ শে জানুয়ারী দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমজেদ মোল্লার ছেলে জামাল মোল্লা রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় ছোট শিশু জামাল ছিটকে রাস্তার পাশে পরে যায়।

দূর্ঘটনা হওয়ার পর মটর সাইকেল ড্রাইভার পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরবর্তীতে মটর সাইকেল চালক নিজেকে পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি বেলাল হিসেবে পরিচয় দেয়।

এ বিষয়ে জানতে চাইলে বেলাল হোসেন জানান, রাস্তার মধ্যে থেকে হঠাৎ শিশুটি দৌড় দিয়ে রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। আমি শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা করে দিয়েছি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)