ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচন শুরু ২২মার্চ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২ ফেব্রুয়ারী ২০২১

ছবিঃ সংগ্রহীতইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা যায়,প্রথমবারের মতো রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে আগামী ২২ মার্চ সারা দেশে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শুরু হচ্ছে।পর্যায়ক্রমে ৪ জুন পর্যন্ত মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৫টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।২২ মার্চ প্রথম ধাপে ভোট গ্রহণ করা হবে ৭৫২টি ইউপিতে।

নির্বাচন কমিশন গতকাল বৃহস্পতিবার তৃণমূলের এই নির্বাচনের তফসিল ঘোষণা-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনটি গতকালই সারা দেশের জেলা নির্বাচন কার্যালয়ে পাঠানো হয়েছে।ইউপি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পর্যায়ে কর্মরত সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তারা।একজন রিটার্নিং কর্মকর্তা সর্বোচ্চ দুই থেকে তিনটি ইউপিতে দায়িত্ব পালন করবেন।

গতকাল দুপুরের পর নির্বাচন কমিশনার মোঃ শাহ নেওয়াজ সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে বলেন, কমিশন নির্বাচনের সময়সূচি ঠিক করে দিয়েছে।জেলা নির্বাচন কার্যালয় বিজ্ঞপ্তি জারির মাধ্যমে তা ঘোষণা করবে।নির্বাচন কমিশন সচিবালয় সূত্র বলেছে,তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম ধাপের ৭৫২টি ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২২ ফেব্রুয়ারি।মনোনয়নপত্র বাছাই হবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ এবং প্রতীক বরাদ্দ হবে ৩ মার্চ।ভোট গ্রহণ করা হবে ২২ মার্চ।দ্বিতীয় ধাপে ৭১০টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে ৩১ মার্চ।এসব ইউপিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ মার্চ।তৃতীয় ধাপে ৭১১টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে ২৩ এপ্রিল, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ মার্চ।চতুর্থ ধাপে ৭ মে ভোট গ্রহণ করা হবে ৭২৮টি ইউপিতে।

এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৭ এপ্রিল।পঞ্চম ধাপে ৭১৪টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে ২৮ মে,মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মে।সবশেষে ষষ্ঠ ধাপে ৬৬০টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে ৪ জুন,মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ মে।স্থানীয় সরকার (ইউপি) নির্বাচন আইন অনুযায়ী চেয়ারম্যান পদে রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে নির্বাচন হবে।

তবে সদস্য (মেম্বার) পদে আগের মতো নির্দলীয় নির্বাচন হবে।স্থানীয় সরকারের তৃণমূলের এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে গ্রামগঞ্জে সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে।রাজনৈতিক দলগুলোও তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তাদের নির্বাচনী কৌশল ও প্রার্থী নির্বাচনের বিষয়ে তৎপরতা শুরু করেছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)