সৌদি আরবের মক্কায় পাহাড় ধসে ৬ শ্রমিকের মৃত্যু

আকন মোঃ বসির
আকন মোঃ বসির, প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১৮ ফেব্রুয়ারী ২০২১

৬ শ্রমিকের মৃত্যু
সৌদি আরবের মক্কা মসজিদ উল হারামের অদূরে ইশারা মনছুর নামক স্থানে কিং আব্দুল আজিজ রোডে মেট্রো লাইন খনন কাজের সময় পাহাড় ধসে বাংলাদেশী সহ প্রাথমিকভাবে ৬ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে ।

এদের মধ্যে ২ জন বাংলাদেশী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এবং পরিচয় বিস্তারিত এখনও জানা যায় নি।
সূত্রমতে, প্রজেক্টের কাজ করার জন্য মাটি খোদায় করে মাটিগুলো এক পাশে স্তুপ করে রাখছিলেন শ্রমিকরা। এমন সময় উপর থেকে পাথর ধসে পড়ে কর্মরত শ্রমিকদের উপর । তবে এখনো পর্যন্ত হতাহতের বিস্তারিত কোন সংখ্যা এবং পরিচয় দেয়া হয়নি কোম্পানির পক্ষ থেকে ।

এদিকে এই বিষয়ে জেদ্দা কনস্যুলেটে যোগাযোগ করা হলে লেবার উইং এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে কনস্যুলেট কাজ করছে। বিস্তারিত তথ্য শীঘ্রই হয়তো জানা যাবে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)