পাথরঘাটা থেকে পাঁচটি হরিণের চামড়া উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:৩৩ পিএম, ২৭ ফেব্রুয়ারী ২০২১

পাথরঘাটা থেকে পাঁচটি হরিণের চামড়া উদ্ধার

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের টেংরা খাল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা থেকে ৫টি হরিণের চামড়া উদ্ধার করেছে পাথরঘাটা স্টেশন কোস্ট গার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিজি স্টেশান পাথরঘাটা স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার। তবে এ সময় কাওকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

আজ শনিবার রাত দশটার দিকে এগুলো উদ্ধার করা হয়।

স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল পাচারকারী হরিণের চামড়া পাচার করতে নিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান চালাই। এসময় বলেশ্বর নদীর টেংরা খাল সংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত বস্তা পরে থাকতে দেখে তল্লাশি চালিয়ে বস্তা থেকে ৫টি হরিণের চামড়া উদ্ধার করি।

তিনি আরো জানান কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সটকে পরায় কাওকে আটক করা সম্ভব হয়নি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)