আওয়ামীলীগ অফিস লক্ষ্য করে ‘বোমা’ নিক্ষেপ, আটক ১

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৪ মার্চ ২০১৮

ফাইল ছবিপাথরঘাটা নিউজ অনলাইন ডেস্কঃ
যশোরের কেশবপুরে উপজেলা আওয়ামীলীগের অফিস লক্ষ্য করে দু’টি বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা।

শুক্রবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা ভূমি অফিস এলাকায় আওয়ামীলীগের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

তবে বোমা নিক্ষেপের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে ইতোমধ্যেই আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দ্বিতল ভবনে উপজেলা আওয়ামীলীগ অফিসের নীচে সিঁড়িতে উঠতে গলির মধ্যে একটি বোমা ও অফিসের সামনের সড়কের ওপর একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ওই স্থানটি ধোঁয়াচ্ছান্ন হয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষজন ছোটাছুটি শুরু করে দেয়। খবর পেয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।

বোমা হামলার ঘটনায় উপজেলার ব্রহ্মকাটি গ্রামের মৃত খন্দকার রফিকুজ্জামানের ছেলে খন্দকার আব্দুল আজিজ বাদি হয়ে শুক্রবার রাতেই কেশবপুর থানায় মামলা করেছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুজাপুর গ্রামের মৃত তোফাজ্জেল হাওলাদারের ছেলে রাসেল হোসেনকে আটক করে পুলিশ।

কেশবপুর থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ বলেন, আওয়ামীলীগের অফিসে বোমা হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় রাসেল নামে একজনকে আটক করা হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)