পাথরঘাটায় আম্ফানে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রকল্প অবহিত করণ সভা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:১১ পিএম, ১ মার্চ ২০২১

পাথরঘাটায় আম্ফানে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রকল্প অবহিত করণ সভা

বরগুনার পাথরঘাটায় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অবহিত করণ সভা সোমবার দুপওে অনুষ্ঠিত। পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম করিব, ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন। সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সাবরিনা সুলতানা। ঘুর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের জীবিকায়নের লক্ষ্যে প্রকল্পটি অক্সফাম এর সহায়তায় বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার বেলা একটায় অনুষ্ঠিত অবহিত করণ সভায় জানান হয়, ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পাথরঘাটা উপজেলার ৪টি ইউনিয়নে ১ হাজার ৪ শ ৭২ জন ক্ষতিগ্রস্ত দরিদ্্র মানুষকে জনপ্রতি ৫ হাজার করে টাকা প্রদান করা হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, ভাইসচেয়ারম্যান ফাতিমা পারভিন, সংকল্প ট্রাস্টের নিবার্হী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ,রায়হানপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রুপক,কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকন মো: সহিদ। এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এনজিও সংকল্প ট্রাস্ট ও সংগ্রামের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বক্তারা অর্থ সহায়তা বরাদ্ধের জন্য দাতা সংস্থা অক্সফাম, কোডেক, জাগোনারী, শুশিলন এর প্রতি কৃজ্ঞতা জ্ঞাপন করেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)