পাথরঘাটায় ইউপি নির্বাচনের বাছাইয়ে বৈধতা পেলেন যারা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৯ মার্চ ২০২১

ছবিঃ সংগ্রহীতবরগুনার পাথরঘাটায় প্রথম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ২৭, সংরক্ষিত মহিলা আসনে ৩৪ ও সাধারণ আসনে ১১৯ জনের মনোনয়ন বৈধতা পেয়েছেন।

আজ শুক্রবার (১৯ মার্চ) সন্ধা সাড়ে ৭টার সময় রিটার্নিং কর্মকর্তা মো. আইউব আলী হাওলাদার পাথরঘাটা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাথরঘাটার উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এর মধ্যে কালমেঘা ইউনিয়নে ৭জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন ও সাধারণ আসনে ৪৬ জন প্রার্থী। কাঠালতলী ইউনিয়নে চেয়ারম্যান ১০ জন, সংরক্ষিত নারী আসনে ১০ জন ও সাধারণ আসনে ৩৩ জন প্রার্থী। কাকচিড়া ইউনিয়নে চেয়ারম্যান ১০ জন, সংরক্ষিত নারী আসনে ৯ জন ও সাধারণ আসনে ৪০ জন প্রার্থী মনোনয়ন বৈধতা পেয়েছেন।

তিনি আরো জানান, এ নির্বাচনে সাধারণ আসনে ২ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পাননি, তারা হলো, কালমেঘা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ আসনের আনোয়ার হোসেন সিকদার ও কাকচিড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মতি মুন্সি।

তিনি জানান, আগামী ২৫ তারিখ প্রতীক বরাদ্ধের পর থেকে প্রচারনা শুরু হবে এবং ১১ এপ্রিল নির্বাচন সম্পন্ন হবে বলে জানান তিনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)