খোঁজখবর নিয়ে ইঞ্জেকশন নিন, না হলে আপনারও ঘটতে পারে এই বিপদ

আকন মোঃ বসির
আকন মোঃ বসির, প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২৪ ফেব্রুয়ারী ২০১৮ | আপডেট: ০৪:৩৩ পিএম, ২৪ ফেব্রুয়ারী ২০১৮

ইঞ্জেকশনএকই সিরিঞ্জে ইঞ্জেকশন দেওয়ায় এইচআইভিতে আক্রান্ত হলেন ২১ জন। রাজেন্দ্র কুমার নামে এক হাতুড়ে ডাক্তারের গাফিলতিতে এই রোগের শিকার হন উত্তর প্রদেশের উন্নাও জেলার বাসিন্দারা। রোগীদের পরিস্থিতি বেশ শোচনীয়।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বঙ্গরমাউ অঞ্চলের বাসিন্দাদের মধ্যে এইচআইভির প্রভাব বৃদ্ধি পাওয়ার কারণ জানার জন্য মুখ্য চিকিৎসক এসপি চৌধুরি দু’জন সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করেন। সদস্যরা প্রেমগঞ্জ এবং চাকমীরপুর-সহ গোটা অঞ্চলের ৩টি জায়গায় ৩ দিন ধরে পরীক্ষা করেন। ফল স্বরুপ ৫৫৬ জনের মধ্যে ২১ জন গ্রামবাসীর এইচআইভি ধরা পড়ে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে যে, সস্তায় চিকিৎসার নামে রাজেন্দ্র ওই ২১ জনকে একই সিরিঞ্জে ইঞ্জেকশন দিয়েছিলেন। সেই কারণেই গ্রামবাসীদের মধ্যে রোগ সংক্রমণের পরিমাণ বৃদ্ধি পায়। অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বঙ্গরমাউ থানায়। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করেনি পুলিশ।

আক্রান্তদের কানপুরের ‘অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি সেন্টার’এ পাঠানো হয়েছে। এবং তাঁদের চিকিৎসাও শুরু হয়েছে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)