পাথরঘাটায় প্রেসার কুকার বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র আহত

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ১৪ মে ২০২১

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটায় ঈদের রান্নাবান্নার কাজে মাকে সহায়তা করতে গিয়ে প্রেসার কুকার বিস্ফোরণে হাফেজ ইয়াসিন আরাফাত (১৪) নামে এক মাদ্রাসার ছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ শুক্রবার (১৪ মে) সকাল ৭ টার সময় উপজেলার পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ইয়াসিন আরাফাত পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবু হানিফ মিয়ার ছেলে। এবং ছারছীনা দরবার শরীফের দিনিয়া মাদ্রাসার ছাত্র।

ইয়াসিন আরাফাত এর বড় ভাই মুছা হোসাইন জানান, ঈদের নামাজে যাওয়ার আগে সকাল সাতটার দিকে চটপটি রান্না করার সময় মাকে সহায়তা করতে রান্না ঘরে যায় ইয়াসিন। তখন মায়ের কথায় প্রেসার কুকারের ঢাকনা খুলতে গেলে দেখতে পায় ঢাকনার লক আটকে গেছে। একটু নাড়াচাড়া করে খুলতে গেলে তখনই আগুনের তাপে প্রেসার কুকারটি বিস্ফোরিত হয়। সাথে সাথে ইয়াসিন সরে যাওয়ায় প্রানে রক্ষা পায় বলেও জানান তিনি।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গোলাম আরাফাত জানান, ইয়াসিনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাত্তাহ জানান, বিস্ফোরণ ইয়াসিন আরাফাতের স্কিন সুপার ফিশিয়াল বার্ন হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)