পাথরঘাটায় ম্যাগনেটিক পিলারসহ আটক ১

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৫ মে ২০২১

পাথরঘাটায় ম্যাগনেটিক পিলারসহ আটক ১

পাথরঘাটায় ম্যাগনেটিক পিলারসহ আবুল কালাম বয়াতীকে (৪০) আটক করেছে পাথরঘাটা স্টেশনেট কোস্টগার্ড।

আজ মঙ্গলবার (২৫ মে) সকাল ১০ টার সময় পাথরঘাটা কোস্টগার্ড প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।

এর আগে গতকাল সোমবার (২৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের টেংরা খাল এলাকা থেকে আটক করা হয়।

আবুল কালাম পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড়ইতলা এলাকার নুর মোহাম্মাদ বয়াতীর ছেলে।

কোস্টগার্ড দক্ষিন জোন স্টেশান পাথরঘাটা কমান্ডার লেফটেন্যান্ট মো. ফাহিম শাহারিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তি জানতে পারি একটি চক্র উপজেলার টাংরা এলাকায় সিমানা পিলার বিকিকিনি করছে। এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ম্যাগনেটিক পিলারসহ আবুল কালাম বয়াতীকেকে আটক করা হয়।

তিনি আরো জানান, আমরা সিমানা পিলারটিতে ব্রিটিশ আমলের একটি মনোগ্রাম দেখে প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছি সিমানা পিলারটি অরিজিনাল। ধায়করা হচ্ছে এই পিলারটি বজ্রপাত প্রতিরোধে কাজ করে।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)