পাথরঘাটায় প্রবীন আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা আবদুল হালিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৫ মে ২০২১

পাথরঘাটায় প্রবীন আ.লীগ নেতা মুক্তিযোদ্ধা আবদুল হালিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পাথরঘাটা উপজেলার আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবদুল হালিম গত সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তিনি উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিপুর ২নং ওয়ার্ডের মৃত জয়নাল হাওলাদারের ছেলে।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন জানান, ইঞ্জিনিয়ার আবদুল হালিম হাওলাদার আওয়ামীলীগের প্রবীন নিঃস্বার্থ নেতা। তিনি পাথরঘাটার হাতে গোনা কয়েকজন সৎ ও নিঃস্বার্থ নেতাদের মধ্যে একজন সৎ ও নিঃস্বার্থবান রাজনীতিবিদ ছিলেন।

সাবেক এই প্রবীন নেতার মৃত্যুতে বরগুনা-২ সাংসদ শওকত হাসানুর রহমান রিমন, সংরক্ষিত মহিলা এমপি সুলতান নাদিরা, উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারজানা সবুর রুমকি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন শোক প্রকাশ করেন।

মঙ্গলবার পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ জোহরের নামাজের পর তার নিজ বাড়ি কালমেঘাতে রাষ্ট্রীয় সম্মাননা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)