বৃষ্টি উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ১০ জুন ২০২১

ছবিঃ পাথরঘাটা নিউজযথাযথ সুরক্ষা নিশ্চিত করে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পাথরঘাটা উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বরগুনার পাথরঘাটা রাসেল স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে অনতিবিলম্বে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আহ্বান জানান ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতারা। মানববন্ধন শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মুহা.আব্দুর রহমান রূহানী, মুহা আবু বকর, মুহা.মুছাদ্দিক বিল্লাহ্ আল’মায়ায, মুহা. শওকতু আলম রিয়াদ‌, মুহা জামাল হুসাইন সহ উপজেলা অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)