পাথরঘাটায় আগামীকাল শুরু হতে যাচ্ছে প্রিমিয়ালীগ ফুটবল টুর্নামেন্ট

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৫ জুন ২০২১

---
বরগুনার পাথরঘাটায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পাথরঘাটা প্রিমিয়ারলীগের ৫ম  বছরের খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (১৬ জুন)।

আজ মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পাথরঘাটা প্রিমিয়ারলীগের আহবায়ক এক রাকিব খান পাথরঘাটা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খেলা উদ্বোধন করার সময় পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরগুনা-২ সাংসদ শওকত হাচানুর রহমান রিমন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নাদিম, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. জআবির হোসেন, উপজেল মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এমএ খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, উপজেলা ক্রিড়া পরিষদের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান কালু।

সার্বিক ততত্তাবধানে থাকবেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোসাফফের হোসেন বাবুল ও জাহাঙ্গীর জোমাদ্দার।

এম রাকিব খান জানান, এ বছর নিয়ে ৫ম বারের মতো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পাথরঘাটা প্রিমিয়ারলীগের খেলার উদ্বোধনী ম্যাচ শুরু হবে। এতে ১২ টি দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে।
১/হাতেমপুর খেলা ঘর।
২/চরদুয়ানী একাদশ।
৩/ জব্বার আকন স্মৃতি সংদ পাথারঘাটা
৪/ হেগলাবাশা শৈশব একাদশ
৫/ গর্জনবুনিয়া একতা স্পোটিং ক্লাব।
৬/তুশখালী একাদশ।
৭/নটআউট ফুটবল একাডেমী মঠবাড়িয়া।
৮/ বগীর হাট একাদশ, তালতলী
৯/ মীর বজলুর রহমান ফুটবল একাডেমী বরগুনা।
১০/পাথরঘাটা এলেভেন বুলেট।
১১/ওস্তাদ মীর বজলুর রহমান খেলা ঘর বামনা।
১২/ বেতাগী উপজেলা একাদশ।

এ খেলায় মোট ১২ দল আংশগ্রহন করবে এবং ২ দলের খেলার মধ্য দিয়ে উদ্বোধন হবে। প্রথম দিনেই জব্বার আকন স্মৃতি সংসদ বনাম মঠবাড়িয়া নকআউট একাডেমী, দল মাঠে নামবে।

আমরা স্থানীয় সকল স্থরের মানুষের সহযোগীতা কামনা করছি যাতে সুন্দর ও সুষ্ঠ ভাবে খেলা পরিচালনা করে শেষ পর্যন্ত যেতে পারি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)