পাথরঘাটার বিষখালী নদী থেকে ৬লাখ মাছের পোনাসহ ৭ জেলে আটক

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৫ মার্চ ২০১৮ | আপডেট: ১১:৪০ এএম, ২৫ মার্চ ২০১৮

ফাইল ছবিপাথরঘাটা নিউজ ডেস্কঃ
বিষখালী নদীর নিশান বাড়িয়া থেকে ১লাখ চিংড়ি মাছের পোনা, ৫লাখ ফাইনা ও অনান্য মাছের পোনা, ৭ জেলে ও দুটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেসন।

শনিবার (২৪ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে বিষখালী নদীর নিশান বাড়িয়া থেকে এগুলো জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির পোনা মাছ গুলো বিষখালী নদীতে অবমুক্ত করে ৭ জেলেকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

আটক জেলেদে বাড়ি সাতক্ষিড়া জেলার বিভিন্ন এলাকায়।

কোস্টগার্ডের ভোলা দক্ষিন জোনের পাথরঘাটা স্টেসন সাব-লেফটেন্যান্ট জহিরুল ইসলাম পাথরঘাটা নিউজকে বলেন, বিষখালী নদীর নিশান বাড়িয়া থেকে ১লাখ চিংড়ি মাছের পোনা, ৫লাখ ফাইনা ও অনান্য মাছের পোনা, ৭ জেলে ও দুটি ট্রলার জব্দ করা হয়। পরে রাতেই পোনা মাছগুলো বিষখালী নদীতে আবমুক্ত করা হয় এবং ভ্রাম্যমান আদালতে ৭ জেলেকে ৭ হাজার টাকা জরিমানা করে ছেরে দেয়া হয়।

তিনি আরও জানান, ট্রলার দুটি আজ রোববার নিলামে বিক্রি করে দেয়া হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৫ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)