পাথরঘাটায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৯ জুন ২০২১

ছবিঃ পাথরঘাটা নিউজবরগুনার পাথরঘাটায় করোনা উপসর্গ নিয়ে জয়নব বিবি (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুন) দুপুর ১২ টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যু জয়নব বিবি উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, জয়নব বিবি অসুস্থ্য হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিল। চিকিৎসক করোনা উপসর্গ দেখে টেস্টের জন্য পাঠালে ওই বৃদ্ধার লোকজন তা না করে আজ মঙ্গলবার পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এর কিছুক্ষন পরেই জয়নব বিবির মৃত্যু হয়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. খালিদ মাহমুদ আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা নিউজকে জানান, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এক রোগীকে আমাদের এখানে নিয়ে আসেন। আমরা ওই রোগীর পরিক্ষা-নিরিক্ষা করানোর আগেই তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত কিনা তা আমরা পরিক্ষা-নিরিক্ষা ছাড়া বলতে পারছিনা। তবে তার করোনা উপসর্গ ছিল।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)