পাথরঘাটায় ৩ লাখ টাকার ৩টি গরু চুরির অভিযোগ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১৭ জুলাই ২০২১

ছবিঃ সংগ্রহীতবরগুনার পাথরঘাটায় প্রায় ৩লাখ টাকার ৩টি গরু চুরির অভিযোগ উঠেছে।

এঘটনা আজ শনিবার (১৭ জুলাই) সন্ধা ৭টার দিকে পাথরঘাটা নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন গরুর মালিকের বড় ছেলে মো. আবুসালেহ।

এর আগে গত রোববার দিবাগত রাত ২টা থেকে ভোর রাতের কোন এক সময় এঘটনা ঘটে। পরে মঙ্গলবার পাথরঘাটা থানায় সাধারন ডায়রি করেন।

গরু তিনটির মধ্যে ২টি সাদা-কালে যার মধ্যে ১টি গর্ভবতী গাভী ও ১টি ষাড় এবং একটি সম্পূর্ণ কালো।

গরুর মালিকের ছেলে জানান, ঘটনার দিন রাত ১টার দিকে গরুর ঘরের মধ্যে গিয়ে দেখে এসছেন। পরে ভোর রাত ৩ টার দিকে উঠে গরু ৩টি না দেখে পাশ্ববর্তী লোকদের জানান। পরে তাদেরকে সাথে অনেক খোজাখুজির পরে না পেয়ে ওই দিন কুয়াকাটা, তালতলী, আমতলী, মির্জাগঞ্জ, বেতাগী, বরগুনাসহ পাশ্ববর্তী সকল উপজেলার বাজার গুলোতে খুজেছেন। তারা সারা জীবনের এইটুকুই সম্বল গড়েছেন তাও এখন শেষ বর্তমানে তিনি নিশ্ব হয়ে পরেছেন। তার গরু না পেয়ে হতাশায় দিন কাটছে বলে জানা গেছে।

তিনি আরো জানান, গরু তিনটি বিষখালী নদীর সংযোগ খালের লাকুরতলা স্লুইজের পাশ থেকে নৌকায় উঠিয়েছেন বলে জানান। সেখানে গরু নৌকায় উঠানোর জন্য দস্তাদস্তি করার চিহ্ন রয়েছে বলেও জানান।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, থানায় একটি ডায়রি করেছেন ওই ভুক্তভোগীরা। গরু উদ্ধারের চেষ্টা অভ্যহত আছে। তিনি আরো জানান, তাদেরকে বলা হয়েছে যদি কাউকে সন্দেহ হয় তাদের বিরুদ্ধে অভিযোগ দেয়ার জন্য। অভিযোগ দিলে তাদেকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যেতো।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)