পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে দুই ভাই নিখোঁজ

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩ এএম, ২৮ জুলাই ২০২১

---
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদে মাছ ধরতে গিয়ে শহীদ ও মামুন নামে দুই জেলে নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার নাজমুল হাসান।

নিখোঁজ শহীদ ও মামুন উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের বাবুল মিয়ার ছেলে।

নিখোঁজদের আরেক ভাই জামাল হোসেন জানান, বাড়ি থেকে বেলা দুইটার দিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মামুন ও শহীদ বলেশ্বর নদীর মাঝের চর এলাকায় ইলিশ মাছ ধরতে যায়। সেখান থেকে তাদের বেলা পাঁচটার মধ্যেই ফিরে আসার কথা। কিন্তু রাত সাড়ে এগারোটা টা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা। তাদের মোবাইল ফোনগুলো বন্ধ পাওয়া যাচ্ছে।

দক্ষিণের স্টেশন কন্টিজেন্ট কমান্ডার নাজমুল হাসান জানান, লঘুচাপের কারণে বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল রয়েছে। সাগর উত্তাল থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজদের উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)