নদীতে নেই ইলিশ , খালি হাতে ফিরছে জেলেরা

asraful islam
asraful islam,
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ০৪:৪৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১

নদীতে ইলিশ নেই, খালি হাতে ফিরছে জেলেরাএখন ইলিশের ভরা মৌসুমে, কিন্তু উপকূলীয় বরগুনা পাথরঘাটার বিষখালী ও বলেশ্বর নদীতে নেই ইলিশ। মাঝে মাঝে জেলেদের জালে ধরা পড়ে দুই একটা ইলিশ। প্রতিদিন জেলেরা নদীতে জাল ফেলে ইলিশ না পেয়ে শূন্যহাতে তীরে ফিরে আসে ।

উপজেলা মৎস্য অফিস ও স্থানীয় সূত্রে জানা যায় , বাংলা শ্রাবণ মাসের শেষ সপ্তাহ থেকে কার্তিক মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। পূর্ণিমার সময় গভীর সমুদ্র থেকে ডিম পাড়ার জন্য ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে চলে আসে ।

এ সময় জেলেদের জালে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়ে । কিন্তু এবারের পূর্ণিমা তিথিতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না ছােট , বড় , মাঝারি কোন ইলিশ । এ কারনে জেলেরা ধারণা করছেন , বিশখালী ও বলেশ্বর নদী ইলিশ শূণ্য হয়ে পড়েছে।

বিষখালী ও বলেশ্বর নদীতে মাছ ধরা জেলেরা জানায় , পূর্ণিমার জোয়ার কেঁটে যাওয়ায় এখন আর নদীতে ইলিশ মাছ ধরা পড়ছে না । আবার আমাবস্যার জোয়ার এলেই হয়তাে রূপালী ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে ।

টেংরা গ্রামের জেলে ছগির মােঃ রফিক হাওলাদার বলেন , গত কয়েক সপ্তাহ ধরে বিষখালী ও বলেশ্বর নদীতে জাল ফেলে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলেছে না । নদীতে কিছু ইলিশ পেলেও তা সাইজে অনেক ছােট ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা জয়ন্ত কুমার অপু মুঠোফোনে বলেন , এসময় বিষখালী ও বলেশ্বর নদীতে স্রোত ও গভীরতা কমে যাওয়ায় এবং নদীতে ইলিশ বিচরণের জন্য অনুকূল পরিবেশ না থাকায় এখন জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না । তবে আগামী কয়েক সপ্তাহে অনেক ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদী ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)