পাথরঘাটায় সিসিডিবির ৩৪’শ চুলা বিতরণ

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২১ অক্টোবর ২০২১

বরগুনার পাথরঘাটায় সিসিডিবির সহয়তা ৩৪’শ উপকারভোগীদের মাঝে সিসিডিবি উদ্ভাবিত জ্বালানি সাশ্রয়ী উন্নত চুলা (বাংলা উনান) বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার বেলা বারোটার দিকে পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এগুলো বিতরণ করা হয়।


পাথরঘাটা কেএম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা পৌরসভার প্যানেল মেয়র চামেলি বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোসাফ্ফের হোসেন বাবুল, জামাল হোসেন, সাংবাদিক অমল তালুকদার প্রমুখ।


সিসিডিবি পাথরঘাটা উপজেলার সমন্বয়কারী সুব্রত মিস্ত্রির জানান, কার্বন নিঃসরণ হ্রাসকরণ প্রকল্পের আওতায় পাথরঘাটায় কয়েক ধাপে ৩৪’শ উপকারভোগীর মাঝে সিসিডিবি উদ্ভাবিত জ্বালানি সাশ্রয়ী উন্নত চুলা (বাংলা উনান) বিতরণ করা হয়েছে। এ চুলায় যেমন পরিবেশ বান্ধব তেমনি জ্বালানীর সাশ্রয়ী হবে বলেও জানান তিনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)