বঙ্গোপসাগরে দড়িতে পেঁচিয়ে জেলের মৃত্যু

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ৭ নভেম্বর ২০২১

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি

গভীর বঙ্গপসাগরে মাছ ধরার সময় পরিমল মিত্র (৪০) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দুইটার দিকে লাশ সুরতহাল করে পাথরঘাটা থানা পুলিশ হেফাজতে নিয়ে আসে। এর আগে শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

নিহত পরিমল মিত্র পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার নকুল চন্দ্র মিত্রের ছেলে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা গোলাম চৌধুরী জানান, গত মঙ্গলবার দুপুরে মাছ শিকারের জন্য আহম্মেদ মিস্ত্রির মালিকানাধিন ট্রলারে সাগর যায় পরিমল মিত্র। সেখানে মাছ শিকারের সময় সাগরে গ্রাফি ফেললে সেই গ্রাফির রশিতে দুর্ঘটনাবশত পা পেচিয়ে সাগরে পড়ে প্রায় একশো হাত পানির নিচে ডুবে যায় পরিমল। পরবর্তিতে ট্রলারে থাকা অন্যান্য জেলেরা বিষয়টি টের পেয়ে রশি টেনে তুললে পরিমল মিত্রকে মৃত অবস্থায় গ্রাফির রশির সাথে পেচানো অবস্থায় উদ্ধার করে।

পাথরঘাটা থানা পুলিশের উপ-পরিদর্শক আবু জাফর জানান, রাত এগারোটার দিকে পরিমল মন্ডল এর মরদেহ তার বাড়িতে এসে পৌঁছায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশের সুরতহাল করে। রাত দুইটার দিকে পাথরঘাটা থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে রবিবার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)