পাথরঘাটায় গ্রাম সামাজিক শক্তি কমিটি (ব্র‍্যাক) উদ্যোগে শীত বস্ত্র ভিতরণ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৫ নভেম্বর ২০২১

ছবিঃ সংগ্রহীতবরগুনার পাথরঘাটায় ব্র‍্যাক এর আয়োজনে ও গ্রাম সামাজিক শক্তি কমিটি (ইউপিজি) উদ্যোগে সদস্যদের শীত বস্ত্র (কম্বল) ও স্যাটোপ্যান ভিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য কালমেঘা গ্রামে ভিতরণ হয়।

এ সময় ওই সদস্যদের মাঝে ৫০টি শীত বস্ত্র (কম্বল) ও ৩০টি স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যাবহারের স্যাটোপ্যান দেয়া হয়।

ভিতরণের সময় উপস্থিত ছিলেন, কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নাসির, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির হোসেন, ব্র‍্যাক এর ইউপিজি কর্মসুচির পাথরঘাটা ব্যাবস্থাপক মো. রাসেল, কালমেঘা ভিএসএসসি সভাপতি আব্দুস ছত্তার, সাধারণ সম্পাদক জামাল হোসেনসহ ব্র‍্যাক এর ইউপিজি কর্মসুচির পাথরঘাটাসদস্য বৃন্দ প্রমুখ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)