পাথরঘাটায় আবারো চালু হয়েছে মা এইড হেলথ কেয়ার
পাথরঘাটা বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় সেবামুলক দ্বীনি প্রতিষ্ঠান ‘তাইফান্ড ট্রাস্ট’ কর্তৃক পরিচালিত মা হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার সেবা দান কেন্দ্রটি আবারো চালু হয়েছে। এ উপলক্ষে শনিবার আসরের নামাজের পর পুনরায় দোয়া ও মিলাদের আয়োজন করে তাইফান্ড ট্রাস্ট কতৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন, বোর্ডের সদস্য নিজলাঠিমারা সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আইউব আলী, পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ নুরুল আলম, কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ তোহা, মাওলানা মাহবুবুর রহমান, সাংবাদিক ইমাম হোসেন প্রমুখ।
জানা যায়, সেবামুলক দ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র প্রার্থী আলহাজ্ব মল্লিক মোহাম্মদ আইয়ুব এর মৃত্যুর পরে কার্যক্রমের কিছুটা স্থবির হয়ে পড়ে। দীর্ঘদিন পর তার সহধর্মিণী ও তাইফান্ড ট্রাস্টের চেয়ারপারসন তাসলিমা আইয়ুবের হস্তক্ষেপে পুনরায় আবার চালু হয়েছে।
চেয়াপারসন তাসলিমা আইয়ুব জানান, প্রতিষ্ঠাতা পরিচালক মল্লিক মোহাম্মদ আইয়ুবের মৃত্যুর পর এর কার্যক্রম কিছুটা থেমে গিয়েছিল। তবে ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাসানুর রহমান রিমনসহ ট্রাস্টি বোর্ডের সদস্যদের পরামর্শে পুনরায় চালু করেছি। এখানে পূর্বের ন্যায় এখনও অভিজ্ঞ চিকিৎসক সহ বিভিন্ন ধরনের সেবা চালু থাকবে। এখান থেকে আয়ের লভ্যাংশ তাইফান্ড ট্রাস্টের মাধ্যমে অসহায় মানুষের সহয়তায় দান করা হবে বলেও জানান তিনি।